1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

ফরিদপুরে হত্যা মামলার আসামি এক মাস পর ঢাকায় গ্রেফতার

  • সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৮৮

নিজেস্ব প্রতিবেদক

ফরিদপুরে আলমগীর মাতুব্বর (৬০) নামে এক ব্যক্তিকে হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে রাজধানীর শাহবাগ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১২ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গ্রেফতার চারজন হলো, কাউছার মাতুব্বর (৫৫), সরোয়ার মাতুব্বর (৫০), ছানু মাতুব্বর (৫৩), সিরাজুল ইসলাম সিরু (৫০)।

মঙ্গলবার (১৩ জুন) তাদের গ্রেফতারের এ তথ্য জানান র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

তিনি জানান, র‌্যাব-৩ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আলমগীর মাতুব্বর নামের এক ব্যক্তিকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই রেষারেষি ছিল। তারই ধারাবাহিকতায় গত ১৩ মে আলমগীর মাতুব্বরের ভাতিজা শাহ আলম লোকজন নিয়ে তাদের বাড়ির পাশেই জমিতে ধান কাটতে গেলে কাউছার মাতুব্বরের নেতৃত্বে অপর আসামিরা অর্ধশতাধিক লোকজন ও দেশি ঢাল-সড়কি, লোহার রড, রামদা, চাইনিজ কুড়াল, লোহার হাতুড়ি, চাপাতি দিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় আলমগীর মাতুব্বরসহ তার পরিবারের লোকজন এবং নিকটাত্মীয় মিলে প্রায় ১৫ জন গুরুতর জখম হন। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন আলমগীর মাতুব্বর মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় কাউছার মাতুব্বরকে প্রধান আসামি করে মোট ৫৭ জন এবং অজ্ঞাত পরিচয়ে আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিরা দেশের বিভিন্ন এলাকায় গা-ঢাকা দেয়। সোমবার রাতে র‌্যাব-৩ এবং র‌্যাব-৮ এর একটি যৌথ টিম অভিযান চালায় এবং তাদের গ্রেফতার করে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪