বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে সকল ইউনিটে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ সম্পর্কিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) প্রকাশ করা হয় বিস্তারিত নির্দেশনা।
আগামী ১৮ জুন বিকেল সাড়ে ৩টা থেকে ৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিষয়ের পছন্দক্রম দেওয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে ভর্তিযোগ্য (উত্তীর্ণ ও মেধাক্রমপ্রাপ্ত) শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী তথ্যের বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম দিতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের জন্য কেবলমাত্র একটি বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম একজন শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে। ইউনিটভিত্তিক আলাদাভাবে ফরম পূরণ করার প্রয়োজন নেই।
ফরম পূরণের সর্বশেষ তারিখ পর্যন্ত একজন শিক্ষার্থী একাধিক ফরম পূরণ করতে পারবে। তবে তাদের মধ্যে একটি গ্রহণ করা হবে। যে শিক্ষার্থী একাধিকবার ফরম পূরণ করবে তাদের সর্বপ্রথম পূরণ করা ফরমটি স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হবে।
প্রথমটির পরিবর্তে অন্য কোনও পূরণ করা ফরম তারা চূড়ান্তভাবে দাখিল করতে ইচ্ছুক হলে সেটি ডাউনলোডের পর স্বাক্ষর করে উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডের কপিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪, প্রশাসনিক ভবন) সশরীরে এসে জমা দিতে হবে। অন্যথায় সর্বপ্রথম পূরণ করা ফরমটিই কার্যকর হবে।
বা বু ম / অ জি