খেলা ডেস্ক
আগের দুটি ওয়ানডে বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করেছিল আইসিসি। অথচ এবারের ওয়ানডে বিশ্বকাপের চার মাস বাকি থাকলেও সূচি বা ভেন্যু কিছুই চূড়ান্ত করতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। কারণটা ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব। পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত।
এর প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। তারা খেলতে চায়নি আহমেদাবাদেও।
দুই বোর্ডের দর-কষাকষিতে সমাধান একটা মিলেছে। পিসিবি প্রস্তাবিত হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে রাজি ভারত, যে ঘোষণাটা আসবে দ্রুত।
আর পাকিস্তানও বিশ্বকাপে খেলতে রাজি আহমেদাবাদে। তাই আজ দক্ষিণ আফ্রিকায় আইসিসি বোর্ডের সভায় চূড়ান্ত অনুমোদন পেতে পারে বিশ্বকাপের সূচি। সেই সূচি অংশগ্রহণকারী ১০ দেশের ক্রিকেট বোর্ডের কাছে পাঠানোর খবর দিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। এতে ৫ অক্টোবর শুরু হয়ে বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ নভেম্বর।
বাংলাদেশ ভারতের সঙ্গে ১৯ অক্টোবর খেলবে পুনেতে। আর ৩১ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে কলকাতার ইডেনে। ভারত-পাকিস্তানের আকর্ষণীয় ম্যাচটি ১৫ অক্টোবর মাঠে গড়াবে আহমেদাবাদে।
বা বু ম / অ জি