নিজেস্ব প্রতিবেদক
জামায়াত একটা রাজনৈতিক দল। তারা মিটিং করবে, এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, এত দিন কেন সমাবেশ করতে পারেনি, সেটা প্রশ্ন হতে পারে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে সরকার জামায়াতকে অনুমতি দিতে বাধ্য হয়েছে।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গতকাল সারা দিন সাংবাদিকদের টেলিফোন বাজছে। বিষয়…জামায়াত মিটিং করল। জামায়াত একটা রাজনৈতিক দল, তারা মিটিং করবে…এটাই তো স্বাভাবিক। এত দিন করতে পারে নাই কেন, এটা প্রশ্ন হতে পারে। এখন কেন করল? কেউ কেউ বোঝাইতে চাইল, সরকারের সঙ্গে আঁতাত করছে, এ জন্যই তাদের অনুমতি দিছে।
জামায়াতকে সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘সরকার বাধ্য হয়েছে এক ভিসা নীতি, এক ভিসা স্যাংশনের কারণে।’
দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমরা শুনেছি, জামায়াতে ইসলামী নিষিদ্ধ।…সেই অবস্থার মধ্যে জামায়াতের সঙ্গে এমন কী হলো, এমন গোপন চুক্তি বা ষড়যন্ত্র হলো যে জামায়াতকে এত নির্বিঘ্নে কর্মসূচি পালন করতে দেওয়া হলো।’
সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমরা তো খুশি। কারণ, আমার ঘরের ডাকাত তাড়াতে যারা রাস্তায় নামবে, তারাই আমাদের প্রকৃত বন্ধু। হোক সেটা জামায়াত, হোক সেটা কমিউনিস্ট, হোক সেটা মধ্যপন্থী, হোক সেটা গণতন্ত্রপন্থী যেকোনো রাজনৈতিক দল। জিনিস অত্যন্ত পরিষ্কার। একটা হচ্ছে অধিকার, আরেকটা হচ্ছে অস্তিত্ব। জামায়াত লড়াই করছে তাদের অধিকারের জন্য, আমরা লড়াই করছি আমাদের অস্তিত্বের জন্য।’
স্বাধীনতা ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, তাঁতি দলের জে এম আনিসুর রহমান, সাখাওয়াত হোসেন আশিক, মহানগর বিএনপির ইসমাইল হোসেন তালুকদার, কৃষক দলের জাহাঙ্গীর আলম পমুখ। অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে নিখোঁজ মফিজুল ইসলাম, কাওসার হোসেন, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান বাপ্পী, মাহফুজর রহমানের পরিবারের সদস্যরাও তাদের স্বজনদের ফিরে পাওয়ার আকুতির কথা জানান।
বা বু ম / এস আর