নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের (জি এম কাদের) বলেছেন, ‘আমাদের সবার অজান্তে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে। আমাদের অজান্তেই এটা হয়ে গেছে। তবে পার্থক্য হলো, দাবি আদায়ে শ্রীলঙ্কার মানুষ রাস্তায় নেমেছিল, বাংলাদেশের মানুষ এখনো রাস্তায় নামেনি। শ্রীলঙ্কার মানুষ রাস্তায় নেমেছিল কারণ তাদের ভরসা ছিল পুলিশ তাদের গুম করবে না, তাদের ওপর গুলি করবে না।
তবে বাংলাদেশে রাস্তায় নামলে পুলিশের গুলি করার ভয় রয়েছে, গুম হওয়ার ভয় রয়েছে।’
আজ শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘শ্রীলঙ্কা তেল কিনতে পারেনি, কয়লা কিনতে পারেনি, আমাদের সরকারও পারছে না। দ্রব্যমূল্য প্রতিদিন বাড়ছে।
তাহলে শ্রীলঙ্কা হওয়ার বাকি কী? শ্রীলঙ্কায় এখন আমাদের চেয়ে নিত্যপণ্যর মূল্য অনেক কম। আমরা দেশটাকে শ্রীলঙ্কা হতে দেব না।’
তিনি বলেন, ‘সরকার যদি ব্যর্থই না হবে তাহলে আন্তর্জাতিক সংস্থা মুডিস কেন বাংলাদেশে ঋণ দেওয়া ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছে? বাকিতে মালামাল কিনে সরকার দেশের মানুষের মাথায় বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে।’
জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি কারো দালাল হতে চায় না, কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না।
জাতীয় পার্টি নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করতে চায়। মানুষ আমাদের বলে আপনারা তো আওয়ামী লীগকে ক্ষমতায় দিতে চান, এটা সঠিক নয়। আমরা আমাদের রাজনীতি করি।’
জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে এবং সদস্যসচিব আহাদ ইউ চৌধুরী শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলাসহ নেতৃবৃন্দ।
বা বু ম / অ জি