ডেস্ক নিউজঃ
রাজধানীতে আজ (মঙ্গলবার) সূর্যাস্তের সাথে সাথে শুরু হয় ঝড়ো হাওয়া। এরপর নামে বৃষ্টি। এর আগে দুপুর নাগাদ আকাশ মেঘলা হয়ে যায়। এরপর দুপুর ২টার দিকে কিছু কিছু এলাকায় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে সেই বৃষ্টি স্থায়ী হয়নি বেশিক্ষণ। যদিও সন্ধ্যায় দীর্ঘক্ষণ ঝড়-বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস রাজধানী ছাড়াও ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় ঝড়ের কথা জানিয়েছে। এই বৃষ্টিতে তাপমাত্রা কমে আসবে বলেও জানায় তারা।
আবহাওয়া অফিসের তথ্যমতে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, খুলনা বিভাগসহ মাদারীপুর ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা কমতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।