গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষবহ এলাকায় অটোরিকশার পুরাতন ব্যাটারি পুড়ে সিসা সংগ্রহ করে পরিবেশ দূষণের অপরাধে এক ব্যাক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ঊুধবার (২৪ জুন) দুপুরে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা ওই আদালত পরিচালনা করেন।
দন্ডিত ব্যাক্তি আতিকুল ইসলামের (৪৫) গ্রামের বাড়ি গাইবান্ধায় জেলায়।
ইউএনও ইসমত আরা জানান, কয়েকদিন ধরে স্থানীয় বারিষাবহ এলাকায় ৩০ শতাংশ জমি ভাড়া নিয়ে সেখানে ওই ব্যাক্তি উন্মুক্ত পরিবেশে চুল্লীতে পুরানা ব্যাটারি আগুনে জ¦ালিয়ে সিসা সংগ্রহ করছিলেন। এতে ওই এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করেন এলাকাবাসী। পরে বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সত্যত্যা পাওয়া গেলে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং সিসা তৈরির কারখানা বন্ধ করে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।