1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

রংপুরকে হারিয়ে ফাইনালে সিলেট

  • সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৩

ডেস্ক নিউজঃ

রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ফাইনালে উঠেছে সিলেট স্ট্রাইকার্স। মঙ্গলবার আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮২ রান তোলে সিলেট। জবাবে ব্যাটে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি তুলতে পারেনি রংপুর।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্যাট হাতে দারুণ শুরুই করেছিল সিলেট। তৌহিদ হৃদয় আর নাজমুল শান্তর প্রথম উইকেট জুটিতে ৯ ওভারে আসে ৬৫ রান। শান্ত ৩০ বলে ৪০ করে ফিরলে ভাঙে জুটি। এরপর দ্রুত বিদায় নেয় ২৫ বলে ২৫ রান করা হৃদয়।

তবে তৃতীয় উইকেটে মাশরাফি ও জাকির গড়েন ৩১ রানের জুটি। জাকির ১৩ বলে ১৬ রানে আউট হন। এরপর মাত্র ৬ বলে ১৫ রান করা রায়ান বার্লকে ফেরান শানাকা। ক্রিজে এসে থিতু হতে পারেননি মুশফিক, ৫ বলে ৬ রান করেন তিনি।

অধিনায়ক মাশরাফি, থিসারা পেরেরা আর  জর্জ লিন্ডের ব্যাটে শেষ পর্যন্ত ১৮২ রান তোলে সিলেট। দলের হয়ে এদিন ব্যাট হাতে সর্বোচ্চ ৪০ রান করেন নাজমুল হোসেন শান্ত। মাশরাফির ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান।

২ উইকেট করে সংগ্রহ করেন হাসান মাহমুদ এবং দাসুন শানাকা।

জবাবে ব্যাটে নামা রংপুর শুরুতেই বিপাকে পড়ে। দলীয় ৩ রানের মাথায় ওপেনার স্যাম বিলিংস আর ৩৪ রানের মাথায় বিদায় নেন শামীম হোসেন। পাওয়ার প্লেতে আসে মাত্র ৩৫ রান। চাপে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন নিকোলাস পুরান। তবে ইনিংস বড় করতে পারেননি। ১৪ বলে ৩০ রান করে লুক উডের শিকার হন।

এরপর চতুর্থ উইকেটে ৮২ রানের জুটি গড়েন রনি তালুকদার ও নুরুল হাসান। ১৮তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলে এই জুটি ভাঙেন তানজিম সাকিব। ২৯ বলে ৩৩ করা সোহানকে ফেরান তিনি। তখন ১৭ বলে রংপুরের প্রয়োজন ছিল ৩৩ রান। পঞ্চম বলে ৫২ বলে ৬৬ রান করা রনি তালুকদার রানআউট হন।

তাতে শেষ ১২ বলে রংপুরের দরকার ছিল ৩১ রান।  তবে সিলেটের দুর্দান্ত বোলিংয়ে ১৬৩ রানেই আটকে যায় রংপুর। সিলেটের লুক উড সর্বোচ্চ তিন উইকেট নেন।

ফাইনালে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৬ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪