ডেস্ক নিউজঃ
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ও হাইকোর্ট বিভাগে অন্তত ১শ’ ৬৫টি রায় ও আদেশ বাংলায় দেয়া হয়েছে। এর মধ্যে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম ১৬০টি আদেশ বাংলায় দিয়েছেন।
পাশপাশি তিনি বলেছেন, তিনি যত দিন চেম্বার আদালতে বিচারক হিসাবে থাকবেন, তত দিন বাংলায় আদেশ দিবেন।
অন্যদিকে হাইকোর্ট বিভাগে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ একটি, বিচারপতি নজরুল ইসলাম ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের আদালত একটি এবং বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চও বাংলায় রায় দিয়েছেন।
বিষয়টি প্রশংসনীয় বলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, এসব রায় ও আদেশ বিচারপ্রার্থীদের কাজে লাগবে।