1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :

জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ

  • সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৮৩

নিজস্ব প্রতিবেদক:

জয়পুরহাট, ৭ জানুয়ারি, ২০২৩(বাসস) : প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে জেলার আক্কেলপুর উপজেলার পূর্বমাতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার  সকালে এক উঠান বৈঠক আয়োজন  করা হয়।


জেলা তথ্য অফিস বার্ষিক কর্মসম্পাদন কর্মসূচির আওতায় সরকারের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য প্রচারাভিযানের অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে  প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ  উদ্যোগসহ নানা উন্নয়ন কর্মসূিচ ও ভিশন ২০৪১ পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়ন্ত্রিত গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ( প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার।

জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন উঠান বৈঠকে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আহসান কবীর এপ্লব,  সংরক্ষিত আসনের  মহিলা  সদস্য  আইরিন বেগম প্রমূখ।


প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম হিসেবে  প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০৪১ প্রচার করা হচ্ছে।

এ ছাড়াও বার্ষিক কর্মসম্পাদক চুক্তি (এপিএ)’র আওতায়  মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, বাল্যবিবাহ, করোনা ভাইরাসের টিকা গ্রহণসহ  করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলার প্রত্যন্ত অঞ্চলে  জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইক যোগে বিশেষ প্রচারণামূলক  কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান,  জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন।

বা.বু.ম/ তাপস রায়

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪