ডেস্ক নিউজঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় নির্বাচনের আগে প্রত্যেকটি নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহন করবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি ।
মঙ্গলবার (২৫শে অক্টোবর) দুপুরে রংপুরে পল্লীনিবাসে গনমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। এসময় ইভিম মেশিন নিয়েও নানা শঙ্কার কথা জানান তিনি। অনিয়ন্ত্রিত নিত্যপন্যের বাজারে সরকার কোন সুখবর দিতে পারবেনা বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছেন ইভিএম দ্বারা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তিনি বলেন, জোটগত নয় এককভাবে নির্বাচনে অংশ নেবে তার দল।
এসময় মহানগর জাতীয় পার্টির সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারন সম্পাদক এইচ এম ইয়াসিরসহ জেলা ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।