1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক জীবনে সর্বত্রই পুলিশের অবদান রয়েছে- ডিএমপি কমিশনার ইউক্রেন-ইসরায়েলের সহায়তা বিলে বাইডেনের স্বাক্ষর আবারও সারাদেশে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যদের হস্তান্তর সম্পন্ন চলমান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের নিকট প্রধানমন্ত্রীর আহ্বান মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ-ওবায়দুল কাদের রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর আজ ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেনের ৩ বগি লাইনচ্যুত র‌্যাবের নয়া মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম

কক্সবাজারের মহেশখালীতে চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

  • সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১১৪


মোঃ এরফান হোছাইন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে চারজন সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত  ১০.৪৫ টার দিকে উপজেলা গোরকঘাটা-শাপলাপুর সড়কের রশিদ মিয়ার খামার বাড়ির পাশের ঢালা এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত সাংবাদিকদের অভিযোগ, উপজেলার শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান গনির নির্দেশে তার সহযোগী সন্ত্রাসী সরোয়ারের নেতৃত্বে মুখোশধারী সন্ত্রাসীরা তাঁদের ওপর পরিকল্পিতভাবে ওই হামলা চালিয়েছে।এ ঘটনায় আহত সাংবাদিকেরা হলেন দৈনিক জনকণ্ঠের মহেশখালী উপজেলা প্রতিনিধি ফারুক ইকবাল, স্থানীয় পত্রিকা দৈনিক ইনানীর উপজেলা প্রতিনিধি আ ন ম হাসান, দৈনিক কক্সবাজার বার্তার উপজেলা প্রতিনিধি এস এম রুবেল ও দৈনিক মেহেদী পত্রিকার উপজেলা প্রতিনিধি এ কে রিফাত।আহত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে তাঁরা শাপলাপুর ইউনিয়নের জাহিদা ঘোনা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে রশিদ মিয়ার খামার বাড়ির পাশের ঢালা এলাকায় পৌঁছালে সন্ত্রাসী সরোয়ারের নেতৃত্বে মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাঁদের পথ রোধ করে প্রথমে সংবাদকর্মী এস এম রুবেলের মোটরসাইকেল আটক করে, এ সময় সন্ত্রাসীরা এস এম রুবেল ও তাঁর পেছনের থাকা হাসানকে মারধর করে এবং হাসানের হাতে থাকা ঘড়ি ও ক্যামেরা ভেঙে দেয়। পরে পেছন থেকে ফারুক ও রিফাতের মোটরসাইকেল এলে সন্ত্রাসীরা ওই দুজনকেও মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ওই চার সাংবাদিকদের উদ্দেশ করে হুমকি দেয়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান গনির বিরুদ্ধে আগামীতে আর কিছু লিখলে তাঁদের মেরে ফেলা হবে।পরে আহত সাংবাদিকেরা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনার পরপরই পুরো উপজেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে,শতশত পেইজবুক ও প্রিন্ট ও টিভি চ্যানেলের মিড়িয়ায় লেখালেখির মাধ্যমে তুমোল ভাইরাল হয়েছে।এ ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার বিকালে মহেশখালী উপজেলা চত্বরে মহেশখালীতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সাংবাদিক নেতারা ২৪ ঘন্টায় জড়িতদের গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের আল্টিমেটাম দেয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহেশখালী প্রেসক্লাব এর সাবেক সভাপতি মাহবুব রোকন, মহেশখালী উপজেলা প্রেসক্লাব সভাপতি স ম ইকবাল বাহার চৌধুরী, সাংবাদিক জে এইচ এম ইউনুস, সাংবাদিক ফারুক ইকবাল, সাংবাদিক গাজী আবু তাহের, সাংবাদিক এরফান হোছাইন, সাংবাদিক এস এম রুবেল, সাংবাদিক নেছার আহমদ, সাংবাদিক ছিদ্দীক আহমদ আতিক, সাংবাদিক আজিজ সিকদার, সাংবাদিক সুব্রত আপন, সাংবাদিক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, সাংবাদিক এ কে রিফাত, সাংবাদিক খাইরুল আমিন, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক ফারুক আজম, সাংবাদিক শাহজাহান, সাংবাদিক জুয়েল চৌধুরী, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিক আ ন ম হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং মামলার বাদী অভিযোগ করে বলেন, সম্প্রতি শাপলাপুর ইউনিয়নের বেশ কয়েকটি ঘটনার বিষয়ে ওসমান গনিকে নিয়ে সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছেন। এ ঘটনায় সাংবাদিকদের ওপর ওসমান গনি ক্ষুব্ধ ছিলেন। এই ক্ষোভ থেকে ওসমান গনির নির্দেশে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালিয়েছে।
তবে হামলার অভিযোগ ভিত্তিহীন দাবি করে ওসমান গনি বলেন, হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। এরপরও প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে তাঁকে জড়ানোর চেষ্টা করছে।এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই বলেন, সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায়  মামলার এজাহার পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪