1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীকাল প্যারাজাম্প উপলক্ষে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ শহিদ বুদ্ধিজীবী দিবস সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮ প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন- স্বরাষ্ট্র উপদেষ্টা শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে হাদিকে বিদেশে পাঠাতে ব্যবস্থা নেবে সরকার- প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ গভীর নলকূপ হতে উদ্ধারকৃত শিশু সাজিদকে মৃত ঘোষণা দীর্ঘ ৩২ ঘণ্টার প্রচেষ্টায় শিশু সাজিদকে উদ্ধার তফসিল ঘোষণা, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন

পটুয়াখালীতে জেলা বিএন‌পির গনঅনশ‌নে ছাত্রলী‌গের হামলা‌ আহত-৮

  • সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩২০

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী‌ সদ‌রে বিএন‌পির গণঅনশ‌ন কর্মসূচী‌তে ছাত্রলী‌গের হামলা‌য়ে অন্তত ৮জন আহত হ‌য়ে‌ছে। আহত‌দের ম‌ধ্যেসদর উপ‌জেলা ছাত্রদ‌লের আহবায়ক জাকা‌রিয়া আহ‌মেদ‌কে আশংকাজনক অবস্থায় পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। অপর আহতরা হ‌লেন জেলা মৎস‌্যজী‌বি দ‌লের আহবায়ক মোঃ শা‌হিন মিয়া ওর‌ফে ভি‌পি শা‌হিন, জেলা ম‌হিলা দ‌লের সভাপ‌তি আফ‌রোজা সীমা, ম‌হিলাদ‌লের সদস‌্য ক‌হিনুর, সা‌লেহা বেগম, শ্রমিকদ‌লের বাদশা। অপর আহত ১জ‌নের নাম জানা যায়‌নি। এরা প্রাথ‌মিকভা‌বে চি‌কিৎসা নি‌য়ে চ‌লে গে‌ছে। শ‌নিবার বেলা ১০টার দি‌কে শহ‌রের বনানি এলাকায় বিএন‌পির অস্থায়ী কার্যাল‌য়ে এ হামলার ঘটনা ঘ‌টে। আহতরা জানান, বিএন‌পির চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার সু‌চি‌কিৎসা এবং বি‌দে‌শে নি‌য়ে উন্নত চি‌কিৎসার দাবী‌তে দেশব‌্যপী কর্মসূচীর অংশ হিসা‌বে জেলা বিএন‌পি এ কর্মসূচীর আ‌য়োজন ক‌রেন। কর্মসূচী শুরুর আ‌গেই শহ‌রের কাঠপ‌ট্টি এলাকার ছাত্রলী‌গের ক‌য়েকজন নেতাকর্মী অত‌র্কিত হামলা চা‌লি‌য়ে অনুষ্ঠান পন্ড করার চেষ্টা ক‌রে। এসময় ছাত্রলী‌গের নেতাকর্মী‌রা লা‌ঠি‌সোটা নি‌য়ে বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মী‌দের পি‌টি‌য়ে আহত ক‌রে ব‌্যানার পোষ্টার ছি‌ড়ে মোটরসাই‌কেলে মহড়া দিয়ে চ‌লে যায়। প‌রে আহত‌দের বি‌ভিন্ন ক্লি‌নিক ও হাসপাতা‌লে প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হয়। কিন্তু ছাত্রদল নেতা জাকা‌রিয়ার অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। ঘটনার সময় উপ‌স্থিত সদর উপ‌জেলা বিএন‌পির আহবায়ক কাজী মাহবুব হো‌সেন জানান, সুষ্ঠু শা‌ন্তিপূর্ন প‌রি‌বে‌শে অ‌ফি‌সের ম‌ধ্যে কর্মসূচী পাল‌নের আ‌য়োজন ক‌রি‌ছি সেখা‌নেও সরকারের লা‌লিত ছাত্রলী‌গের নেতাকর্মীরা হামলা চালা‌লো। আমা‌দের ৮জন নেতাকর্মী‌কে পি‌টি‌য়ে রক্তাক্ত জখম কর‌লো। এটাই হ‌লো বর্তমান সরকা‌রের চ‌রিত্র। এর আ‌গে আমরা রাস্তায় অনশন কর্মসূচী পালন কর‌তে চে‌য়ে‌ছিলাম কিন্তু পু‌লিশ আমাদের অনুম‌তি দেয়‌নি। তি‌নি এ ঘটনার তীব্র নিন্দা জানান। সদর থানার ও‌সি মোঃ ম‌নিরুজ্জামান জানান, এরকম কোন ঘটনা তার জানা নাই। কেউ তা‌কে এখন পর্যন্ত লি‌খিত বা মৌ‌খিক ভা‌বেও অবগত ক‌রে‌নি। তারপ‌রেও বিষয়‌টির খোজ খবর নি‌চ্ছি। অপর‌দি‌কে এ ঘটনার পর বেলা ১১টার দি‌কে সেই কার্যালয়ে বিএন‌পির পূর্বনির্ধা‌রিত অনুষ্ঠান কর্মসূচী শুরু ক‌রেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪