এম.শাহীন আল আমীন, জামালপুর ।।
জামালপুরের বকশীগঞ্জে ২৫ হাজার জাল টাকাসহ মাহামুদ আলী ঘুটু নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর ২০ আগষ্ট শুক্রবার পুলিশ মাহমুদ আলী ঘুটুকে আদালতে সোপর্দ করেছে। মাহামুদ আলী ঘুটুর বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুরা কামারপাড়া গ্রামে। তার বাবার নাম দিল মিয়া । পুলিশ নগদ ২৫ হাজার জ্বাল টাকাসহ তাকে গ্রেফতার করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ শফিকুল ইসলাম সম্রাট জানান, এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে। মাহমুদ আলী ঘুটুকে আদালতে সোর্পদ করা হয়েছে।