বোয়ালখালী প্রতিনিধি:
যাদের আশ্রয় নেই তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছে সরকার। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো পেয়ে আশ্রয়হীনরা খুব খুশি। বোয়ালখালীতে মুজিব বষের্র প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনকালে এসব কথা বলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ।
বৃহস্পতিবার (১২অগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলায় নির্মিত চারটি আশ্রয়ণ প্রকল্পের মধ্যে কড়লডেঙ্গা ইউনিয়নে গুচ্ছ গ্রাম এলাকায় পাহাড়ের পাদদেশে নির্মিত একটি আশ্রায়ণ প্রকল্পের ঘর পরিদর্শণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
এদিকে পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। ঘরগুলো সুন্দর ও মানসম্মত হওয়ায় উপকারভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরিদর্শন শেষে করোনাকালে ক্ষতিগ্রস্থ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও আমুচিয়া ইউনিয়নের দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সমগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ,বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এডিসি এস এম জাকারিয়া,সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম সেলিম,শামীম আরা বেগম,বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম,কড়লডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক মান্নান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ।