চাকরির দায়িত্বসমূহ
মাঠ কর্মীদের সঠিক ও সুশৃঙ্খল চলাচল , গ্রাহকের কাছে প্রয়োজনীয় সেবা হস্তান্তর করার আগে দলের অন্নান্য সাথে যোগাযোগ করে তড়িৎ বেবস্থা নেওয়া।
মাঠ কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা, তাদের ব্যক্তিগত শৃঙ্খলা সুনিশ্চিত করা ও কাজের সময়সূচী যথাযথভাবে পালন করা।
প্রয়োজনীয় পরিসেবার সব দিক সুনিশ্চিত করে গ্রাহক সেবা এনশিওর করা।
কোনো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে সাথে সাথে কোম্পনির স্ট্যান্ড বাই ইমার্জেন্সি রেসপন্স টীম এর সাথে তড়িৎ যোগাযোগ করে তার যথাযথ সমাধান সুনিশ্চিত করা।
গ্রাহকের প্রয়োজনীয়তা বুঝে তা অন্য টিম মেম্বার দেড় সাথে সমন্বয় করে মান সম্পন্ন পরিসেবা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
চলাচল ও কর্মরত অবস্থায় মাঠকর্মীদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) পরিধান সুনিশ্চিত করা।
মাঠ কর্মীদের যথাযথ সহযোগিতা ও সঠিক দিক নির্দেশনা প্রদান করা এবং কারো কোনো ব্যক্তিগত সমস্যা দেখা দিলে তা সঠিক সমাধানের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা।
মাঠ কর্মীদের প্রয়োজনীয় সমস্ত নথি (এনআইডি, ইউনিক আইডি ইত্যাদি) যথাযথভাবে ভেরিফাই করে গ্রাহকের নিকট হস্তান্তর করা ও অফিস কপি সংরক্ষন করা।
গ্রাহকদের সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখে প্রয়োজন অনুযায়ী পরিসেবা শেষ না হওয়া পর্যন্ত যথাযথ ইফেক্টিভ কমিউনিকেশন বজায় রাখা।
চাকরির ধরন:ফুল টাইম
কর্মস্থল:ঢাকা
বেতন:টাকা. ২০০০০ (মাসিক )
কোম্পানীর সুযোগ সুবিধাদি
কনভেন্স ৩,০০০/-
ইনসেনটিভ
ফ্রিলাঞ্চ
পেশাগত কাজের পরিবেশ
আবেদনের শেষ তারিখ:২০ জুলাই ২০২০
আবেদনের পূর্বে পড়ুন
আগ্রহী প্রাথীদের সিভি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রতিদিন সকাল ০৯.০০ হতে ১৭.০০ ঘটিকার মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে : বাসাঃ ৯/এ, রোডঃ ০১, ধানমন্ডি, ঢাকা- ১২০৫। আপনার সিভি আমাদেরকে ই-মেইল করুন – info@shabkichu.com
রিজিউমি গ্রহণের উপায়
ইমেইল
আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন info@shabkichu.com
প্রকাশ তারিখ:২১ জুন ২০২০
কোম্পানির তথ্যাবলী
Shabkichu.com Ltd