ডেস্ক নিউজ:
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে চলা চলমান কঠোর বিধিনিষেধ আজ মঙ্গলবার শেষ হচ্ছে। বুধবার থেকে সারা দেশের দোকানপাট, বিপণিবিতান, সরকারি বেসরকারি অফিসসহ গণপরিবহনও খুলছে।
দীর্ঘ ১৯ দিন ধরে ‘কঠোর’ লকডাউনের পর বুধবার থেকে প্রায় সবকিছুই খুলে দেয়ার সিদ্ধান্ত হলেও বিনোদনকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণজমায়েত বন্ধই থাকছে। গণপরিবহন অর্ধেক খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে দোকানপাট, বিপণিবিতানে ক্রেতা-বিক্রেতা উভয়কেই স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করতে হবে। সরকার পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা খোলা থাকবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে বৈঠকের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন- যেসব বিষয় বলা হয়নি, যেমন বিনোদনকেন্দ্র, জমায়েত এগুলোর অনুমতি দেয়া হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।অবশ্য শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।
করোনাভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রণে এ বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। পরে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়। ঈদের ব্যবসার জন্য আট দিনের জন্য কঠোর বিধিনিষেধ শিথিল করে সরকার। ঈদের পর ২৩ জুলাই কঠোর লকডাউন শুরু হয়। প্রথমে ৫ আগস্ট পর্যন্ত ছিল লকডাউন। পরে তা ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। অবশেষে ১১ আগস্ট থেকে থাকছে না সেই বিধি নিষেধ।