1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে বিভিন্ন মামলার একাধিক আসামি গ্রেফতার

  • সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২০৮


মোঃ সজিব মিয়া নারায়ণগঞ্জ


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ, সোনারগাঁ থানা, নারায়ণগঞ্জ মহোদয়ের দিক নিদের্শনায় অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক ও ডাকাতদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তাহাদের নামে অত্র থানায় একাধিক মামলা রয়েছে। তাদের কেউ এখানকার স্থানীয় আবার কেউ

ভাড়াটিয়া বলে জানিয়েছেন
। আসামী ১। আব্দুল কুদ্দুস শেখ সেলিম (৪৫), পিতা- মৃত বয়েজ উদ্দিন সাং- সর্দারহাট কালারচিপা থানা- গোবিন্দগঞ্জ জেলা- গাইবান্ধা, এ/পি- পিরোজপুর (জনৈক আরিফের বাড়ীর ভাড়াটিয়া) থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ। (মাদক)

২। মোঃ সাদ্দাম (২৬), পিতা- আলমগীর হোসেন, মাতা- তাজিনুর বেগম সাং- শান্তি নগর মদনগঞ্জ, থানা- বন্দর জেলা- নারায়নগঞ্জ (মাদক)

৩। মোঃ রমজান (২৩), পিতা- আলমগীর হোসেন, মাতা- তাজিনুর বেগম সাং- শান্তি নগর মদনগঞ্জ, থানা- বন্দর জেলা- নারায়নগঞ্জ (মাদক)

৪। মোঃ আসাদ (২২), পিতা- মোঃ আমজাদ হোসেন মাতা- আছমা বেগম, সাং- শান্তি নগর মদনগঞ্জ, থানা- বন্দর জেলা- নারায়নগঞ্জ (মাদক)

৫। শাহ আলম (৪০), পিতা- মৃত জালাল উদ্দিন মাতা- জোবেদা সাং- নানাখী পূর্বপাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ (ডাকাত)

৬। মোহাম্মদ আলী (৪১), পিতা- মৃত আয়াত আলী মাতা- রহিমা বেগম, সাং- দৌলরদী থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ (ডাকাত)

৭। নবী হোসেন (৩৬), পিতা- মৃত আবু সাঈদ মাতা- হেনা বেগম, সাং- কলতাপাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ (ডাকাত)

৮। মোঃ ইমন খান (২০), পিতা- মতি মোক্তার, মাতা- নু নাহার সাং- বালিয়াপাড়া, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ (ডাকাত)

৯। গোলাম রসুল (২২), পিতা- তোফাজ্জল সাং- উৎরাপুর থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ (ডাকাত)

১০। পারভেজ (২৫), পিতা- আবু কালাম সাং- বানিয়াচর, থানা- মাধবদী, জেলা- নরসিংদী (ডাকাত)

১১। আব্দুল সালাম (৩৪), পিতা- মোঃ সামছুল হক সাং- কলতাপাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ (ডাকাত)।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব. হাফিজুর রহমান জানান তাদের কে বিভিন্ন সময় অভিযান চালিয়ে। তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪