গোলাম কাদের মুনছুর-ভোলা= ভোলা জেলা ও দায়রা জজ ডা. এবিএম মাহমুদুল হক করোনায় আক্রান্ত হয়েছেন।তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (২১ জুন) দিনগত রাতে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোলা জেলা ও দায়রা জজ ডা. এবিএম মাহমুদুল হক করোনায় আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্টে ভুগছিলেন। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) জেলা ও দায়রা জজের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এরপর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।এদিকে জেলায় এ নিয়ে সর্বমোট ১৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্য ৫৭ জন সুস্থ হয়েছে এবং মারা গেছেন ২ জন। জেলায় করোনা সন্দেহে এখন পর্যন্ত ৩ হাজার ১৩৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে।