মহি উদ্দিন আরিফ,ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মপাশা সদর ইউনিয়নের দুটি গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। সদর ইউনিয়নের দশধরি গ্রামের বাসিন্দা ও সুরেশ্বর দরবার শরিফার খলিফা মো. একলাস মিয়ার বাড়িতে মঙ্গলবার সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। সুরেশ্বর দরবার শরিফের ভক্তবৃন্দ দীর্ঘ ছব্বিশ বছর ধরে খলিফা মো. একলাস মিয়ার বাড়িতে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে। এদিকে ধর্মপাশা উত্তরপাড়া গ্রামে মো. জুলহাস মিয়ার বাড়িতে একই সময়ে আরো একটি ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।সুরেশ্বর দরবার শরিফের খলিফা মো. একলাস মিয়া বলেন, ‘আমি সুরেশ্বর দরবার শরিফের হুজুরের কাছে মুরিদ হয়েছি চল্লিশ বছর চলে। আমার খেলফতের বয়স ছব্বিশ বছর। আর সেই সময় থেকেই সৌদি আরবের সাথে মিল রেখে আমরা ঈদ উদযাপন করছি।’