1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ-ওবায়দুল কাদের রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর আজ ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেনের ৩ বগি লাইনচ্যুত র‌্যাবের নয়া মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম ছয় দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর থাইল্যান্ড গমন “নব যৌবন এবং আমাদের সংস্কৃতি “ ন্যক্কারজনক  ঘটনার মধ্য দিয়ে যাত্রা শুরু হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিকতায়ও নজির স্থাপন করেছে-ডিএমপি কমিশনার কাতারকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

টিকা নেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী

  • সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৬৭

ডেস্ক নিউজ:

বিভ্রান্তি ছড়ানো ও সমালোচনার পর শেষ পর্যন্ত খালেদা জিয়া টিকা নেয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সমালোচনা করে এখন সেই টিকাই নিলেন খালেদা জিয়া, এটা ভালো।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনাসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী খালেদা জিয়াকে ধন্যবাদ জানান।

ড. হাছান বলেন, আজকে খালেদা জিয়াও টিকা নিলেন। তার দলের নেতারা এই টিকা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছিলেন। এখন সেই নেতারাই টিকা নিচ্ছেন। আজকে খালেদা জিয়াও টিকা নিলেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাই এবং টিকা গ্রহণ করে তিনি যেন পুরোপুরি সুস্থ থাকেন, মহামারি থেকে মুক্ত থাকেন, সেটিই আমরা প্রত্যাশা করি, সেটিই আমরা বিধাতার কাছে প্রার্থনা করি।

তিনি আরো বলেন, অতীতে টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ তাদের।

তিনি অভিযোগ করে বলেন, অক্সফোর্ডের যে টিকা ইউরোপের মানুষ নিচ্ছে, সেই টিকা দেশে আনার সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, সেটা কোনো কাজ করবে না, এমনকি এটা নিলে স্বাস্থ্যঝুঁকি আছে। তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

ইতোমধ্যেই বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বেশির ভাগই টিকা গ্রহণ করেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কেউ কেউ প্রথম ডোজ নিয়েছেন, কেউ কেউ দ্বিতীয় ডোজও নিয়েছেন, সরকারের কাছে সেই তালিকা আছে।

করোনা মহামারি প্রতিরোধে সরকারের কর্মকাণ্ড তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, সরকার দেশের সমস্ত মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দেয়ার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, দেশের ৮০ শতাংশের বেশি মানুষকে টিকা দেয়া হবে। এই টিকা সব মানুষের জন্য। বিএনপির নেতা-কর্মীদেরও টিকা দেয়া হবে। আর তারা যদি আগে নিতে চান, সে ব্যবস্থাও করা হবে। তারা যেন দয়া করে মানুষের মধ্যে আর বিভ্রান্তি না ছড়ায়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪