আফ্রিদা জাহিন,রংপুর:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীত আজ। এ জন্য সকাল থেকে রংপুরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন দলের সকল স্তরের নেতৃবৃন্দ।
বুধবার (১৪ জুলাই) সকালে নগরীর দর্শনা এলাকার পল্লী নিবাস বাসভবনে হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে পুস্পার্ঘ্য অর্পণ করে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি, রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি, রংপুর বিভাগের ৮ জেলার জেলা জাতীয় পার্টিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
দলীয় নেতাকর্মী ছাড়াও সকাল থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী ও এরশাদ প্রেমী মানুষরা ভিড় জমায় সমাধিস্থলে। এরপর সেখানে আলোচনা সভায় মহানগর জাতীয় পার্টির সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অনেকে।
এ সময় এইচএম এরশাদের জীবন-দর্শন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। এরপর জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে রাত ১২টা এক মিনিটে মৃত্যু বার্ষিকীর প্রথম প্রহরে পল্লী নিবাসে এরশাদের মাজারে দোয়া মোনাজাত করেন জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং বুধবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন (দলীয় পতাকা অর্ধ্ব নমিত), কালো ব্যাজ ধারণ, সূরা ফাতিহা পাঠ,অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে জাতীয় পার্টির নেতা কর্মীরা।