নরসিংদীর পলাশে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করারলক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
এসময় সামাজিক দূরত্ব না মানায়, মাস্ক ব্যবহার না করায় ও স্বাস্থবিধি মেনে না চলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক দুটি মামলা করে জরিমানা আদায় করা হয়।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন,মহামারি করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। কেউ যদি সামাজিক দূরত্ব বজায় না রাখে ও মাস্ক ব্যবহার না করে অহেতুক বাইরে ঘুরাফেরা করে। তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যা প্রতিদিনই অব্যাহত থাকবে।