মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
বাংলাদেশ স্কাউটস লালমাই আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষন কেন্দ্রের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, স্কাউটস লালমাই আঞ্চলিক কেন্দ্রটিকে কেন্দ্র করে কুমিল্লাসহ আশপাশের জেলা আলোকিত হবে। পাশাপাশি এলাকার মানুষও আলোকিত হবে। স্কাউটস এর মাধ্যমে মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসা শিখাতে হবে। দেশের সকল মানুষকে সাথে নিয়ে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশ অর্থনীতিতে ঝিমিয়ে গেলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার সকল বাঁধা উপেক্ষা করে অর্থনীতিতে ভালো অবস্থানে রয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে বিরামহীন কাজ করে যাচ্ছে সরকার। ৭১ এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশের সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নে আন্তরিকতার সাথে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলেই সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটসও দুর্নীতি দমন কমিশনার. মোঃ মোজাম্মেল হক খান, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (উন্নয়ন) আখতারুজ্জামান খান কবির, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) কাজী নাজমুল হক নাজু, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রশিক্ষন ) আমিমুল এহসান খান পারভেজ।
বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও লালমাই আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষন কেন্দ্রের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, কুমিল্লা সদর দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।
এসময় কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, সদর দক্ষিন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা আবুল কালামসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।