1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

রংপুর জেলা আওয়ামী লীগের কারামুক্তি দিবস পালন।

  • সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৭০

রংপুর ব্যুরো:

১১ জুন, শুক্রবার আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবসের প্রথম প্রহরে রংপুর জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেছে।

পরবর্তীতে বাদ আসর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে কারামুক্তি দিবসের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও রংপুরের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি উৎপল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, জাসেম বিন হোসেন জুম্মন, দপ্তর সম্পাদক আমিন সরকার, শ্রম বিষয়ক সম্পাদক গাওহারুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সজিবুর রহমান প্রামাণিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফখরুল হাসান লিউ, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আতিক উল আলম কল্লোল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা মাহমুদ, সদস্য মওদুদ আহমেদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনাসমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকে দিনটি শেখ হাসিনা কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের উপ-দপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাভলু এসব তথ্য নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪