ডেস্ক নিউজ:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
ফৌজিয়া মালেক আগে থেকেই বয়সজনিত রোগে ভুগছিলেন। গত কিছুদিন ধরে অ্যাজমার সমস্যা বেড়েছিল তার। তিনি করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু পোস্ট কোভিড জটিলতা যোগ হয়েছিল তার।
এর আগে ২৫ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দীর্ঘদিন ধরে তার মা শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। তিনি নিয়মিতভাবে একজন চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন আছেন। শারীরিক পরিস্থিতির অবনতি হলে ওই চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।