1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু থাই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নাগরিক জীবনে সর্বত্রই পুলিশের অবদান রয়েছে- ডিএমপি কমিশনার ইউক্রেন-ইসরায়েলের সহায়তা বিলে বাইডেনের স্বাক্ষর আবারও সারাদেশে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যদের হস্তান্তর সম্পন্ন চলমান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের নিকট প্রধানমন্ত্রীর আহ্বান মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ-ওবায়দুল কাদের রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর আজ ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

ইউরো’র দল ঘোষণা পর্তুগালের

  • সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩০১

ডেস্ক নিউজ:

ক্রিস্টিয়ানো রোনালদোকে অধিনায়ক করে ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। প্রথমবার দলে ডাক পেয়েছেন স্পোর্টিং লিসবনের হয়ে দারুণ সময় কাটানো পেড্রো গনকেলভাস। তাছাড়াও স্ট্রাইকিং লাইনে রোনালদোর সাথে আছেন ব্রুনো ফার্নান্দেস, বার্নাডো সিলভা, দিয়াগো জোতা, জোয়াও ফেলিক্সরা। কোচ আস্থা রাখছেন বর্তমান স্কোয়াডের উপর। শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী তিনি।

আবারও শুরু হচ্ছে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর। এবারও কি ট্রফিটা নিজেদের শোকেসে রাখতে পারবেন পর্তুগিজরা? সে লক্ষ্যেই মাঠের সেনানী নির্বাচন করেছেন কোচ ফার্নান্দো সান্তোস। যেখানে অধিনায়ক হিসেবে আছেন ৩৬ বছর বয়সী রোনালদোকে।সান্তোসের স্কোয়াডে একেবারে নতুন মুখ ফরোয়ার্ড পেড্রো গনকেলভাস। পর্তুগালের লিগে দুর্দান্ত সময় পার করেছেন। স্পোর্টিং লিসবনকে শিরোপা জেতানোর অন্যতম কারিগর। এই মৌসুমে ৩২ ম্যাচে গোল করেছেন ২৩টি। তাই তার উপর আস্থা রেখেছেন পর্তুগিজ কোচ।

রোনালদোর সাথে ফরোয়ার্ড লাইনে জুটি বাঁধতে পারেন ম্যান ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেস, লিভারপুল তারকা দিয়াগো জোতা, সিটি তারকা বার্নার্ডো সিলভার মতো ফুটবলাররা।এই মৌসুমে গ্রুপ পর্বের বাঁধা পার হওয়া অনেক কঠিন হবে পর্তুগালের জন্য। কারণ তাদের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি এবং হাঙ্গেরি। যেখানে হাঙ্গেরি আর জার্মানিরা গ্রুপ পর্বে খেলবে হোম ম্যাচ।জোয়াও ক্যানসেলো, নেলসন সেমেডো, পেপে, রুবেন দিয়াসদের সাথে রক্ষণ সামালের দায়িত্বে স্কোয়াডে রাখা হয়েছে আরও ৩ ফুটবলার।মিডফিল্ডেও রাখা হয়েছে ৮ ফুটবলার। ব্রুনো ফার্নান্দেস, রেনাতো সানচেজ, সার্জিও ওলিভাররা প্রমাণ দিয়েছেন আগেই। তাই দল নিয়ে আশাবাদী কোচ। প্রত্যাশা রেখেছেন শিরোপা ধরে রাখার ব্যাপারে।পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেন, ‘আমাদের লক্ষ্যটা ২০১৬ সালের মতো। আমরা শিরোপা জিততে যাবো। সেবারও কেউ বিশ্বাস করেনি আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আমরা ঠিকই করে দেখিয়েছি। ফুটবলারদের উপর আমার আস্থা আছে। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমরা আমাদের সেরা স্কোয়াড নিয়ে যাচ্ছি।’১৫ জুন প্রথম ম্যাচে হাঙ্গেরির মুখোমুখি হবে পর্তুগাল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪