1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

করোনা সংক্রমন রোধে সরকারী বিধিনিষেধ প্রতিপালনে দেশব্যাপী র্যাবের চেকপোষ্ট টহল কার্যক্রম পরিচালনা

  • সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৯৭

ডেস্ক নিউজ:

আজ ১৫ এপ্রিল ২০২১ করোনা সংক্রমন রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধ আরোপের ২য় দিন। সচেতনতা সৃষ্টি ও চলাচল নিয়ন্ত্রণের জন ̈ র ̈াব ফোর্সেস-এর চেকপোস্ট কার্যক্রম ও টহল কার্যক্রম সারা দেশব্যাপী চলমান রয়েছে।পাড়া-মহল্লা, অলিগলি বা চায়ের দোকানে যাতে আড্ডা না জমে সেজন ̈ র ̈াবের নজরদারী অব্যহত রয়েছে।চেকপোস্টে বিনা প্রয়োজনে সকলকে ঘরের বাইরে যাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে।সরকারী বিধি-নিষেধ চলাকালে জরুরী প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে মুভমেন্ট পাস নিয়ে যাওয়ার প্রতি উৎসাহিত করা হচ্ছে। জরুরী সেবা কার্যক্রম সাথে জড়িত ব্যক্তি কোন ধরণের হয়রানি না করে বিধি মেনে চলাচল করার পরামর্শ দেয়া হচ্ছে। জরুরী প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে অবশ ̈ই মাস্ক পরিধান করা ও বিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হচ্ছে। সচেতনতা তৈরিতে মানুষের মাঝে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
২। সচেতনতা বিরুদ্ধে র ̈াবের নির্বাহী ম ̈াজিস্ট্রেটগণ ভ্রাম ̈মাণ আদালতের কার্যক্রম পরিচালনা করছে। যারা অহেতুক অকারণে বের হবেন, সরকারি নির্দেশনা প্রতিপালনে অনীহা প্রদর্শন করবেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন ̄স্থানে পরিচালিত মোবাইল কোর্টে বিধি না মানায় র ̈াবের নির্বাহী ম ̈াজিস্ট্রেট কর্তৃক জরিমানা করা হয়। বিভিন্ন ̄স্থানে বিনামুল্যে ̈ মাস্ক বিতরণ করা হয়।
৩। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলে ̈ নিয়ন্ত্রণে র ̈াব সব সময় বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে। পবিত্র মাহে রমজান ও লকডাউনকে পুঁজি করে কোন অসাধু যেন মাথা চাড়া দিতে না পারে এবং জনগণের সাথে প্রতারণা না করতে পারে সে ব্যাপারে র ̈াবের গোয়েন্দা দল মাঠ পর্যায়ে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪