গাজীপুরে কয়লা চালিত বয়লারের মাধ্যমে পরিবেশ দূষণ দায়ে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৬ জুন) গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার ওই কারখানায় অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় দক্ষিণ সালনা এলাকায় পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোজাহিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।