ডেস্ক নিউজ:
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে বলে জানা গেছে। এর আগে রোববার (০৪ এপ্রিল) সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় রাবিতা আল হাসান নামের লঞ্চটি।
জানা গেছে, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সীগঞ্জ টার্মিনালে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।
বন্দর থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, শতাধিক যাত্রী নিয়ে নির্মিতব্য শীতলক্ষ্যা ব্রিজের কাছে ডুবে যায় এই লঞ্চটি।
কালবৈশাখী ঝড় শুরু হওয়ায় উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে।