1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

টাইগারদের ধারাবাহিক হার

  • সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৪০২

ডেস্ক নিউজ:

নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ। মঙ্গলবার (৩০ মার্চ) নেপিয়ারের ম্যাকলেন পার্কে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৮ রানের জয় পায় নিউজিল্যান্ড। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল তারা। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পায় নিউজিল্যান্ড। কিন্তু বৃষ্টির বাধায় দুইবার খেলা বন্ধের পর বৃষ্টি আইনে ১৬ ওভারে ১৭০ রানের টার্গেট পায় বাংলাদেশ। ১৭.৫ ওভার পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করলে দ্বিতীয়বার আঘাত হানে বৃষ্টি। এতে খেলা বন্ধ হয়ে যায়। এরপরই বৃষ্টি আইনে বাংলাদেশ ওই টার্গেট পায়।

দলের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন গ্লেন ফিলিপস। এছাড়া ১৬ বলে ৩৪ রান করেন ড্রেইল মিশেল। বৃষ্টি আইনে ১৬ ওভারে ১৭১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১০.১ ওভারে এক উইকেটে ৯৪ রান করে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। শেষ ৩৫ বলে প্রয়োজন ছিল ৭৮ রান। স্কোর বোর্ডে দ্রুত রান তুলতে গিয়ে শেষ ৩৫ বলে ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস গুটিয়ে যায় টাইগারদের।

২৭ বলে ৫১ রান করেন সৌম্য সরকার, ৩৫ বলে ৩৮ রান করেন ওপেনার মোহাম্মদ নাইম। এছাড়া ২১ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে খেলতে পারেননি মুশফিকুর রহিম। বাজে ফর্মের কারণে বাদ পড়েন মোস্তাফিজুর রহমান আর ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরেন অধিনায়ক তামিম।

২৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড।

সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪