ডেস্ক নিউজ:
ক্রাইস্টচার্চে যেন চলছে ক্যাচ মিসের মহড়া। তাসকিনের বলে সহজ ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হলেন মুশফিকুর রহিম। আর এমন দৃশ্য পাশে থেকে চেয়ে চেয়ে দেখলেন আরেক উইকেটকিপার লিটন দাস। এমন সহজ ক্যাচ ফেলে দেওয়াতে হয়তো আফসোসে পুড়েছেন দু’জনই। সেই সঙ্গে কপাল পুড়েছে পেসার তাসকিনেরও। তার বলে এমন সহজ ক্যাচ ফেলায় হতাশ হয়েছেন তিনি নিজেও। আর সমর্থকরা তো বটেই! ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে আর টম লাথাম দারুণ জুটি গড়ে পরিস্থিতি সামাল দিচ্ছিলেন। দু’জন মিলে গড়েছেন ১১৩ রানের জুটি। স্বপ্ন দেখাচ্ছিলেন ২৭১ রান পেরিয়ে যাওয়ার। ঠিক তখনি আঘাত হানেন তামিম। তার সরাসরি থ্রোতে রান আউটের ফাঁদে পড়েন কনওয়ে। তিনি ফিরে যান ৭২ রান করে। এরপর আরও একটি ক্যাচ মিস করেছেন শেখ মাহেদী। নিজের বলে লাথামের ফিরতি ক্যাচ নিতে ব্যর্থ হয়েছেন এই স্পিনার। এমন ক্যাচ মিসের মহড়ায় নিজেদের নিয়ন্ত্রণে থাকা ম্যাচ স্বাগতিকদের হাতেই তুলে দিয়েছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২২৬ রান। জয়ের জন্য প্রয়োজন ৩৭ বলে ৪৬ রান।