আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর।
মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শঙ্কু সমজদারের মা এর পাশে দাঁড়ালেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।
বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রংপুরের শঙ্কু সমজদার। ১৯৭১ সালের ৩রা মার্চ সারাদেশের মতো রংপুরেও হরতাল পালিত হয়। হরতালের পক্ষে বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শঙ্কু সমজদার। তারপর থেকেই ৩রা মার্চকে শহীদ শঙ্কু দিবস পালন করে আসছে রংপুরের মানুষজন।
এমতাবস্থায় বুধবার (৩ মার্চ) দুপুর ১২টায় রংপুর জেলার জেলা প্রশাসক আসিব আহসান শহীদ শঙ্কু সমজদারের বাড়িতে যান। এসময় তিনি শহীদ শঙ্কু সমজদারের মা দিপালী সমজদারের সাথে দেখা করেন ও তার খোঁজ খবর নেন।
তার আর্থিক অবস্থা দেখে জেলা প্রশাসক শহীদ শঙ্কু সমজদারের মা দিপালী সমজদারের হাতে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করেন।