1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

আন্তর্জাতিক মঞ্চে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেলেন স্বস্তিকা

  • সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৮

আন্তর্জাতিক ডেস্ক:

ফের আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। দ্বিতীয়বার ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস’-এ পুরস্কৃত হলেন অভিনেত্রী। ‘পাতাললোক’ ওয়েব সিরিজে ডলি মেহরার চরিত্রের জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। রবিবার রাতেই নিজের ফেসবুক (Facebook) পেজে খুশির খবর শেয়ার করেছেন অভিনেত্রী।

৮ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় ২৬তম ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস’-এর নমিনেশন প্রকাশ করা হয়েছিল। ক্রিটিকস চয়েস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল, এই অনুষ্ঠান ভারচুয়ালি করা হবে। অনুষ্ঠানটি ৭ মার্চ দ্য সিডব্লিউ টেলিভিশনে লাইভ দেখানো হবে। ১৪ ফেব্রুয়ারি ভারতীয় ভাষার ছবি, ওয়েব সিরিজ, শর্ট ফিল্মসের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে।

অন্যদিকে ওয়েব সিরিজের তালিকায় সেরা সিরিজ ‘স্ক্যাম ১৯৯২: দ্য হরশদ মেহতা স্টোরি’ (Scam 1992: The Harshad Mehta Story)। এই সিরিজের জন্য সেরা অভিনেতা মনোনীত হয়েছেন প্রতীক গান্ধী। ‘আরিয়া’র (Aarya) জন্য সেরা অভিনেত্রী হয়েছেন সুস্মিতা সেন। ‘পাতাললোক’ (Paatal Lok) সিরিজের জন্য সেরা সহ-অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও আরও এক বাঙালি অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেরা সহ-অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন।

এর আগে সুদীপ্ত রায়ের ‘কিয়া অ্যান্ড কসমস’-এর জন্য সেরা অভিনেত্রীর হিসাবে ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস’ পেয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। পুরস্কার পেয়ে বাবা সন্তু মুখোপাধ্যায়কে উৎসর্গ করেন অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪