নিজস্ব প্রতিনিধি:
দেশ পরিচালনার ধারাবাহিকতায় শেখ হাসিনা এমনই দক্ষতা অর্জন করেছেন যে করোনা মোকাবেলায় বিশ্বের উন্নত অনেক দেশের চেয়েও বাংলাদেশ এগিয়ে আছে। কিন্তু করোনাকালীন এই মহাক্রান্তিকালে তারা অতীতের মত একই কায়দায় ধর্মীয় অনুভূতি ও ভারত বিরোধীতার জু জু দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে করোনা প্রতিরোধী ভ্যাকসিন না নিতে গুজব রটাচ্ছে সেই পুরনো চক্র যারা সরাসরি বিরোধীতা করেছিল বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এমন বর্তমানের উন্নয়ন যাত্রার।
অতীতের মত সকল গুজবকে উপেক্ষা করে দেশের মানুষ আজ নিবন্ধন করছে করোনা ভেকসিনের জন্য৷ আজ আমি আফজালুর রহমান বাবু ও আমাদের সভাপতি নির্মল রন্জন গুহ বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়ম মেনে ভেকসিন নিয়েছি। স্বেচ্ছাসেবক লীগের সকল স্তরের নেতা কর্মিদের নিজে ভেকসিন গ্রহণ এবং সাধারণ মানুষকে ভেকসিন নিতে উৎসাহিত করার জন্য নির্দেশ করা হলো। আগামীকাল বিকেল ৪টায় বঙ্গবন্ধু মেডিকেলের ৩য় গেটে , সাধারণ মানুষের সহায়তার জন্য স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ভ্যাকসিন প্রদানের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করা হবে ।