ডেস্ক নিউজ:
স্বৈরশাসক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীরউত্তম’ বাতিলের বিষয়টি প্রস্তাব আকারে রয়েছে জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন পরবর্তী পদক্ষেপ জানতে অপেক্ষায় থাকতে হবে।
দুপুরে মন্ত্রণালয়ের নিজকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এটাতো প্রস্তাব, এটা তো আপনারা দেখেছেন। আমরা প্রস্তাবের মালিক, আমরাতো প্রস্তাব করেছি।’
তাহলে জিয়ার বীরউত্তম খেতাব বাতিলের পরবর্তী ধাপ কি হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ওয়েট অ্যান্ড সি…’
কেনো এমন প্রস্তাব দেয়া হলো জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা বলেছি যে জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। সেই হিসেবে, খুনি হিসেবে আমরা একথা বলেছি।’
জামুকা প্রস্তাবের বিপরীতে বিএনপির দাবি নাকচ করে মন্ত্রী আরও বলেন, ‘তার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি খুনের সঙ্গে জড়িত নয়। জবাবে আমরা বলেছি তার কি সম্পৃক্ততা আছে তার দালিলিক প্রমান সহ তথ্যাদিসহ আমরা জাতির সামনে উপস্থাপন করব।’