সাইফুল ইসলাম সুইট, ব্যুরো প্রধান, রংপুর বিভাগ।
রংপুর মহানগর ৮ নং ওয়ার্ডের বধু কমলা সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে অগ্রদূত স্পোর্টিং ক্লাব আয়োজিত বিপিএল ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এরশাদুল হক রঞ্জু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা,সাবেক কাউন্সিলর আবুল মঞ্জুম কুঠিয়াল,সেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি খায়রুল হুদা নাসিম,রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী,সাবেক ছাত্রনেতা রায়হান,ওয়ার্ড ছাত্রলীগের আসাদুজ্জামান বাবু সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা রাইডারস বনাম রংপুর রাইডারস মধ্যকার খেলা উপভোগ করেন।প্রধান অতিথির বক্তব্যে রঞ্জু বলেন-ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল,আড্ডা ছেড়ে মাঠে চল।সুস্থ সবল দেহমন গঠনে ও সন্ত্রাস,জঙ্গিবাদ,প্রতিরোধে খেলাধুলার বিকল্প নাই।তিনি আরও বলেন-আমাদের দেশে ডায়াবেটিস রোগ প্রতিনিয়ত বাড়ছে,খেলাধুলাই পারে একটা সুস্থ জীবন দিতে।তাই মাঠে নামতে হবে,খেলতে হবে।অনেক ছেলে মেয়েকে দেখি আইপড,ল্যাপটপে,মোবাইলে ভিডিও গেমস নিয়ে মেতে থাকে।কিন্তু ঘরে বসে স্রেফ আঙুলের ব্যায়াম করলে তো হবে না।এই শক্তিটা মাঠে ব্যয় করা উচিত।কারণ খেলাধুলা শুধু সুস্থতাই দেয় না,সুখও দেয়।আমরা পুরো জাতি খেলোয়াড় হতে পারব না।কিন্তু একটা সুখী জাতি তো আমরা হতেই পারি।
বিপক্ষ দল এবং নিজের দলের খেলোয়াড়দের সম্মান করা খুব জরুরি।আমি জানি সবাই এখানে জিততে এসেছে।সবাই জয়ী হবে না।কিন্তু তুমি নিশ্চয়ই সবার হৃদয় জিতে নিতে পারো। হৃদয় জেতার সঙ্গে খেলায় হারজিতের সম্পর্ক নেই।উক্ত ফাইনাল খেলায় ঢাকা রাইডারস জয় লাভ করেন।