আবু আহাম্মেদ রিপন-জেলা প্রতিনিধি পঞ্চগড়ঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পঞ্চগড় জেলা শাখার পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি, নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক, এ.কে.এম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এই কমিটি আগামী ৩বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আবুল হাসনাত মোঃ সাইফুর রহমানকে সভাপতি ও মোঃ মোকলেছার রহমান রেজাকে সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। সহ-সভাপতি ১১জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ৩জন, সাংগঠনিক সম্পাদক ৩জন, দপ্তর সম্পাদক ১জন, উপ-দপ্তর সম্পাদক ১জন সহ, সম্পাদক মন্ডলীতে মোট ৫১ জন ও সদস্য ৫০ জন নিয়ে মোট ১০১ বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে।
সদ্য কমিটি অনুমোদন পেয়ে পঞ্চগড়ে অনলাইন পাড়ায় অভিনন্দন ও শুভেচ্ছা বার্তার হিড়িক লেগেছে।
দ্বায়িত্ব প্রাপ্ত সভাপতি আবুল হাসনাত মোঃ সাইফুর রহমানের কাছে মতামত জানতে চাইলে তিনি বলেন, প্রথমে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেত্রীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, দীর্ঘদিন কমিটি অনুমোদন ছিল না, তার পরেও আমরা নিরলস ভাবে কাজ করে সংগঠনটিকে উজ্জীবিত রেখেছি। অনুমোদন পেয়ে দ্বায়িত্ব আরো বেড়ে গেলো অতিতের ভুল ত্রুটি সুধরায়ে আমরা সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ। আরেক মন্তব্যে সাধারণ সম্পাদক মোঃ মোকলেছার রহমান রেজা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু আদর্শ ধারণ এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সংগঠনকে সু-সংগঠিত করবো ইনশাআল্লাহ।