আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর:
রংপুরে অনুমোদনবিহীন মশার কয়েল উৎপাদনের
দায়ে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর সাতগাড়া এলাকায় পারফেক্ট কয়েল ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন ডিবি পুলিশের সদস্যবৃন্দ।
রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, “কারখানা মালিক সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে কয়েল উৎপাদন করছিল। এসব কয়েলে বিএসটিআইসহ অন্যান্য সরকারি অনুমোদন ছিলনা। গোপন সংবাদের ভিত্তিতে এসব কারখানায় অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”