ডেস্ক নিউজ:
চিত্রনায়িকা বর্ষাকে ঘিরে তৈরি হচ্ছে নতুন ছবি। নাম ‘নেত্রী: দ্য লিডার’। এতে বর্ষার প্রধান নিরাপত্তা কর্মকর্তা বা বডিগার্ড হিসেবে থাকবেন চিত্রনায়ক অনন্ত জলিল।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে মুনসুন ফিল্মস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অনন্ত। তিনি জানান, ছবিতে অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্য ও পরিচালনাও করছেন তিনি। যৌথ প্রযোজনায় তৈরি এ ছবিতে থাকছেন আরও দুজন পরিচালক। বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার উদ্দেশে তুর্কির ১৯৫৮ ফিল্মস ইয়াপিমের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে মুনসুন ফিল্মস।
ছবির গল্প প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমাদের গল্প একটি বিভাগকে নিয়ে। ভারতে যেমন প্রদেশের মুখ্যমন্ত্রী থাকেন, যিনি সেই রাজ্যের প্রধান; তেমনি আমাদের বিভাগের একটি মুখ্যমন্ত্রীকে নিয়ে এর গল্প। আমরা বেছে নিয়েছি সিলেটকে। সেখানে এক নেতা মারা যাওয়ার পর, পার্টির সম্মতিতে তার মেয়ে নেত্রী হন। তাকে নিয়েই ছবির গল্প এগুবে।’
সংবাদ সম্মেলনে অনন্ত জলিল জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ‘নেত্রী: দ্য লিডার’র শুটিং শুরু হবে। চারদিন শুটিংয়ের পর তারা যাবেন সিলেটে। বাংলাদেশ, ভারতের হায়দ্রাবাদ ও তুরস্কে বিভিন্ন স্থানে ছবির শুটিং হবে।
এছাড়াও তিনি জানান, কয়েক ভাষায় নির্মিত হবে ‘নেত্রী: দ্য লিডার’ ছবিটি। এতে দক্ষিণ ভারতীয় ও ভোজপুরি তিন অভিনেতা থাকছেন। তারা হলেন-প্রদীপ রাওয়াত, কবির দোহান সিং ও ভোজপুরী অভিনেতা রবি কিষান। পাশাপাশি ছবিতে তুরস্কের বেশ ক’জন অভিনয়শিল্পীকেও দেখা যাবে।