ডেস্ক নিউজ:
স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-১ গোলে জয়ে টেবিলের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে কাতালানরা। সোমবার (১ ফেব্রুয়ারি) ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে জয় পেলেও কঠিন পরীক্ষাই দিতে হয়েছে মেসিদের। ম্যাচের প্রথমার্ধে বেশ দাপুটে ফুটবলই খেলেছে বার্সা। ২০ মিনিটে লিওনেল মেসির গোলে লিডও নেয়। এছাড়া অনেকগুলো ভালো আক্রমণ নস্যাৎ করে দেন অ্যাথলেটিকো গোলরক্ষক উনায় সিমন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অস্বস্তিতে পড়ে বার্সা। ৪৯ মিনিটে জর্ডি আলবার আত্মঘাতী গোলে সমতায় ফেরে অ্যাথলেটিকে। সমতায় ফেরার পর আরও চাঙ্গা হয়ে উঠে অতিথিরা। বার্সার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে একের পর এক আক্রমণে। তবে ৭৪ মিনিটে ওসমান ডেম্বেলের পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন অ্যান্তনিও গ্রিজম্যান। শেষ পর্যন্ত লিড ধরে রেখে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রোন্যাল্ড ক্যোমেনের শীষ্যরা।
এ জয়ে বার্সার পয়েন্ট দাঁড়াল ২০ ম্যাচে ৪০। টেবিলে অবস্থান দুই নম্বরে। এক ম্যাচ কম খেলা অ্যাথলেটিকে মাদ্রিদ ৫০ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে। ২০ ম্যাচে বার্সার সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।