করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। তবে অগ্রাধিকার ভিত্তিতে অনার্স ফাইনাল ও মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল আংশিকভাবে খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী।
তিনি বলেন, ‘কোভিড পরিস্থিতি মাথায় রেখে আগ্রাধিকার ভিত্তিতে অনার্স ফাইনাল ইয়ার ও মাস্টার্সের শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে মার্চের প্রথম সপ্তাহ থেকে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে একটা একটা প্রস্তুতি কার্যক্রমও শুরু করা হয়েছে।