রিতেষ কুমার বৈষ্ণব (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ঐতিহ্য বাহী ধর্ম প্রতিষ্ঠান শ্রী শ্রী শ্যামবাউল গোস্বামীর আখড়ার সেবায়েত সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব’র পিতা শ্রী আশুতোষ মোহান্ত গোস্বামীর বিদেহী আত্মার শান্তি কামনায় ৩ দিন ব্যাপী সকল পারলৌকিক সামাজিক মহোৎসব ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ জানুয়ারী ২০২১ রোজ মঙ্গলবার বেলা ১১ঃ৩০ মিনিটে তিনি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন।
রামকৃষ্ণ গোস্বামীর আখড়া (বিথঙ্গল বড় আখড়া)র সেবায়েত শ্রী সুকুমার দাস মোহান্ত গোস্বামীর দিক নির্দেশনায় এবং দিল্লীর আখড়ার সেবায়েত শ্রী নারায়ণ গোস্বামীর সভাপতিত্বে ও সাধন সাধন দাস গোস্বামীর সঞ্চালনায় উনার আত্মার সদ্ গতি কামনার্থে শ্রী শ্রী শ্যামবাউল গোস্বামীর আখড়া প্রাঙ্গনে ২১ জানুয়ারী ২০২১ ইংরেজি রোজ বৃহস্পতিবার অধিবাস ও ২২ জানুয়ারী শুক্রবার সামজিক মহোৎসব অনুষ্ঠিত হয়।
বাংলা দেশের বিভিন্ন এলাকার ১৭ টি আখড়া প্রতিষ্ঠানের মোহান্ত গোস্বামী বৃন্দ ও সেবায়েত গন সহ কয়েক শত বৈষ্ণব গন এতে প্রতিনিধিত্ব করেন।
শ্রী শ্রী শ্যামবাউল গোস্বামীর আখড়ার সেবায়েত শ্রী আশুতোষ মোহান্ত গোস্বামীর মৃত্যুতে আখড়ার সকল সদস্য এবং ভক্ত বৃন্দ কে সমবেদনা জানাতে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
বানিয়াচং উপজেলাপরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে শ্রী শ্রী শ্যাম বাউল গোস্বামীর কয়েক হাজার ভক্ত বৃন্দ গন অংশ গ্রহণ করেছেন।
আজ ২৩ জানুয়ারী রোজ শনিবার শতাধিক বৈষ্ণব গন সহ কয়েক শত ভক্ত বৃন্দের উপস্থিতিতে সকল পারলৌকিক মহোৎসব ক্রিয়া সু সম্পন্ন করা হয়েছে।