নানা প্রশ্নবিদ্ধ ও দুর্নীতির দায়ে দল থেকে বহিস্কার হয় গত কমিটির সভাপতি।অভিযোগ ও ছিলো অনেক সাধারন সম্পাদকের উপর।কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক কমিটি বিলুপ্ত ঘোষনা হয়।হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে দীর্ঘদিন পর আজ রাতে ফরিদপুর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা হয়।তানজিদুল রশিদ চৌধুরী রিয়ানকে সভাপতি আর মো: ফাহিম আহমেদ কে সাধারন সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ফরিদপুর জেলা কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়।
এছাড়া ৯ জন সহ-সভাপতি ভিতর রয়েছেন-
সাদিকুর রহমান,মিথুন কর্মকার,মাসুম মিয়া,ইমামুল মিয়া আজম,রাজু আহমেদ,বিকাশ দত্ত,কাজী কাওসার হোসেন টিটো,অমিত সরকার,জাহিদ হাসান বাপ্পা।
৭ জন যুগ্ন সাধারন সম্পাদক-
ফাহিম বিন হাদ নীড়,কাজী তামজিদ হাসান,আতিক আহমেদ সেতু,সিয়াম সামিউল,জান্নাত তানহা প্রেমা,ইভান রহমান,মো:মহসীন মিয়া সুমন,
৭ জন সাংগাঠনিক সম্পাদক-
আফিক বিন ইসলাম (অর্ক),রাজিব শেখ,রিজন মোল্লা,আশিকুজ্জামান আশিক,অমিত বিশ্বাস অর্ক,মোস্তাকিম বাশার,মো:হানিফ শেখ।