আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর
রবিবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টায় রংপুরের বদরগঞ্জ থানায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভা অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত হয়। বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
সভায় প্রধান অতিথি বলেন,
নিরাপদ সমাজ গড়ার জন্য বিট পুলিশিং অত্যন্ত জরুরি। বিট পুলিশিংকে শক্তিশালী করতে পারলে আমরা সমাজ থেকে মাদক নির্মুল করতে পারবো, অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পারবো।
বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজের সমস্যা সমুহ চিহ্নিত করে সমাজ থেকে অপরাধ প্রবনতা দূর করে অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই।
এছাড়াও বলেন, আজ থেকে একশত বছর পূর্বে এদেশে জন্মগ্রহন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আমাদের এ স্বাধীন বাংলাদেশ। বর্তমানে মুজিববর্ষ চলছে। আমরা এ মুজিববর্ষে জনতার পুলিশ হতে কাজ করছি। আমরা আগে থানা ভিত্তিক সেবা দিতাম। বর্তমানে পুলিশের সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বিট পুলিশিং এর মাধ্যমে জনগণ সঠিক সেবা পাচ্ছে কিনা সে বিষয়ে আমরা সব সময় খেয়াল রাখছি। সমাজ থেকে মাদক নির্মুলে আমরা কাজ করে যাচ্ছি।
করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে হবে। সমাজে অপরাধ সংগঠিত হওয়ার আগেই বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে তা নির্মুল করতে চাই। আমরা নির্ভেজাল সেবা দিতে কাজ করে যাচ্ছি।
এছাড়াও পুলিশ সুপার রংপুর উক্ত সভায় বদরগঞ্জ থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন বদরগঞ্জ থানার পুলিশ সদস্যদের।
সভায় আরও উপস্থিত ছিল রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন রায়, এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন এবং বদরগঞ্জ থানার তদন্ত এসআই ও এএসআইগণ।