সাইফুল ইসলাম সুইট, ব্যুরো প্রধান, রংপুর বিভাগ।
রংপুরে বিনামুল্যে করোনা আক্রান্ত রোগীর করোনা পরবর্তী শারিরীক ও মানসিক জটিলতা নিরসনে চিকিৎসার পরামর্শ কর্মসূচীর উদ্বোধন হয়েছে। নগরীর গুড হেলথ হসপিটাল রংপুরের সার্বিক তত্বাবধায়ন ও উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসার পরামর্শ কর্মসূচীর উদ্বোধন হয়। শনিবার (৯ জানুয়ারি) সকালে গুড হেলথ হসপিটাল রংপুরের হলরুমে কর্মসূচীর
উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এসময় বিশেষ অতিথি ছিলেন রংপুরের সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়। এছাড়াও বক্তব্য রাখেন গুড হেলথ হসপিটাল রংপুরের পরিচালক (প্রশাসন) ও সাবেক সিভিল সার্জন ডাঃ রনজিত কুমার, রংপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, করোনা মুক্ত সাংবাদিক আরিফুল হক রুজুসহ অনেকে। সভাপতিত্ব করেন গুড হেলথ হসপিটাল রংপুরের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সৈয়দ মামুন রহমান।
পরে করোনা আক্রান্ত রোগীর করোনা পরবর্তী শারিরীক ও মানসিক জটিলতা নিরসনে কয়েকজন চিকিৎসক চিকিৎসাও পরামর্শ দেন।