মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট)ঃ
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় চিতলমারী উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগি এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে শেখ সারহান নাসের তন্ময় এমপি চিতলমারী উপজেল আওয়ামী লীগ কার্যালয়ে এসে পৌঁছলে দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী মোঃ ফিরোজুল ইসলাম, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।