বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার বালাসীঘাটে অসহায়, হতদরিদ্র ও গরীবদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
র্যাব-১৩ ডিজি বিপিএম,পিপিএম চৌধুরী আল মামুন এর সভাপতিত্বে ও র্যাব-১৩ অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস এর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া, এমপি। জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, এমপি। গাইবান্ধা- ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. উন্মে কুলসুম স্মৃতি, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম, গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন, কর্ণেল তোফায়েল, গাইবান্ধা জেলা পুলিশ কর্মকর্তা মুহাঃ তৌহিদুল ইসলাম, রিকসা চালক আতাউর রহমান সহ অনেকে।