বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির অন্যতম সদস্য পদে আবারো স্থান পেলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক মোজাম্মেল হক মঞ্জু।
বিরোধী দলে থাকা অবস্থায় রাজনীতির মাঠে সক্রিয় এই নেতা তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সচিব হারুনুর রশিদের প্রতি।
ক্রীড়া সংগঠক মঞ্জু আবাহনী ক্রীড়া চক্র , কলাবাগান ক্লাবের সাথে জড়িত। তার এ পদ পাওয়ায় তাকে শুভেচ্ছা জানান ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক , যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ জামান সজীব, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোরশেদুল আলম রাসেল ও পাবনা জেলা যুবলীগ নেতা নূরে আলম।