রংপুর মহানগরীর কোটপাড়া এলাকায় এক পুলিশ সদস্যের দু-দফা নির্যাতনে প্রতিবন্ধী রিকশাচালক নাজমুল হত্যাকাণ্ডের প্রতিবাদে নগর জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।আর এই মামলায় গ্রেফতারকৃত দুই আসামি পুলিশ কনস্টেবল হাসান ও তার স্ত্রী সুফিয়া খাতুনকে পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়েছে।
দুপুরে নগরীর শাপলা চত্বরে রংপুর জেলা ও মহানগর ব্যাটারিচালিত জাতীয় অটোরিকশা শ্রমিক পার্টি ও ব্যাটারি চালিত চার্জার ভ্যান ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করে শনিবার সকাল ছয়টা থেকে দুইটা পর্যন্ত অটোরিকশা ধর্মঘট ডাকা হয়।
এ সময় তারা অভিযোগ করে বলেন পুলিশের নির্মম নির্যাতনের ফলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রতিবন্ধী রিকশাচালক নাজমুল কিন্তু পুলিশ সেটিকে আত্মহত্যা মামলায় রূপান্তরিত করেছে। যদি দ্রুত এটিকে হত্যাকাণ্ড মামলা হিসেবে রেকর্ড করা না হয় তবে রংপুর শহরে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন তারা।